মাস্ক না পড়ায় বুলগেরিয়ার প্রধানমন্ত্রীকে ১৩ হাজার টাকা জরিমানা।

তাককোভিড নির্দেশিকা লঙ্ঘনের দায়ে ভারতীয় মুদ্রায় প্রায় ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভকে। কোভিড সংকটের মধ্যেই বিশেষ আমন্ত্রণে গির্জা পরিদর্শনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী বয়কো বোরিসোভ। পাঁচ কাজে মুখের মাস্ক পরতেই ভুলে যান। গোটা রাস্তা প্রধানমন্ত্রী গিয়েছেন-এসেছেন মাস্ক ছাড়া। তাই আইন তো তিনি লঙ্ঘন করেছেনই। তাই অন্য দের ক্ষেত্রে যে শাস্তি, প্রধানমন্ত্রীর জন্যও তাই। মোটা টাকার আর্থিক জরিমানা। সেই অর্থদণ্ড গুনতে হবে বোরিসোভকে। জানা গিয়েছে, বুলগেরিয়ার স্বাস্থ্যমন্ত্রক মঙ্গলবার এই জরিমানা করেছে। জরিমানার পরিমাণ ৩০০ লেভস বা ১৭৪ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় ১৩,০০০ টাকা। বার্তা সংস্থা রয়টার্স

জানাচ্ছে, শুধু বুলগেরিয়ায় প্রধানমন্ত্রী নন, ওই অনুষ্ঠানে মাস্ক ছাড়া যাঁরা যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককেই অর্থদণ্ড দিতে হবে। প্রধানমন্ত্রীকে জরিমানার বিষয়ে বুলগেরিয়ান স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ জানিয়েছেন, রিলা মোনাসটারি গির্জায় সুরক্ষা মাস্ক ছাড়া গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তাই নিয়মানুযায়ী জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, বলকান অঞ্চলের এই দেশটিতে গত সপ্তাহে করোনাভাইরাসের রেকর্ড সংক্রমণ হয়। যার জেরে গত সোমবার মাস্ক বাধ্যতামূলক করে আদেশ জারি করেন স্বাস্থ্যমন্ত্রী কিরিল আনানিয়েভ। সেই আদেশে ছাড় নেই প্রধানমন্ত্রীর।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন