পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি-র শরীরে করোনাভাইরাসের উপস্থিতি মিলল। শনিবার ৬৭ বছরের গিলানির করোনা টেস্টের পর, পজিটিভ রিপোর্ট আসে।একটি জালিয়াতির মামলায় ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো তে শুনানির জন্য গিয়েছিলেন গিলানি। সেখানে থেকেই তিনি আক্রান্ত হয়েছেন বলে মনে করা হচ্ছে। গত বৃহস্পতিবার বিরোধী দলের প্রধান অর্থাৎ পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের শেহবাজ শরিফের রিপোর্টও পজিটিভ আসে।
Your ideas have always been the strength of #MannKiBaat, making it a vibrant platform that showcases the strengths of 130 crore Indians!
Record your message:
Dial 1800-11-7800
Write on:
NaMo App.
MyGov Open Forum. https://t.co/UDEIWKoTpX
— Narendra Modi (@narendramodi) June 14, 2020
তিনিও ওই জালিয়াতি মামলার শুনানিতে হাজির দিতে গিয়েছিলেন ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর দফতরে। এদিন গিলানির পুত্র ট্যুইট করে জানান যে, তাঁর বাবা করোনা আক্রান্ত। কাসিম গিলানি লেখেন, “ধন্যবাদ ইমরান খান সরকার এবং ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। আপনারা সফল ভাবে আমার বাবাকে বিপদে ফেলেছেন। তাঁর করোনার রিপোর্টও পজিটিভ এসেছে। প্রসঙ্গত, পাকিস্তানে ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই সে দেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩২ হাজার ৪০৫-এ। গত ২৪ ঘণ্টায় ইমরান খানের দেশ ৬,৪৭২ জন মারণ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃতের সংখ্যা ২,৫৫১ জন।