বর্ণবিদ্বেষের প্রতিবাদে লোরিয়্যাল সংস্থার প্রোডাক্ট থেকে বাদ যাচ্ছে 'ফেয়ার', 'হোয়াইট', 'লাইট।

ইউনিলিভারের পর এবার একই পথে হাঁটছে লোরিয়্যাল সংস্থা। ফ্রান্সের বিখ্যাত কসমেটিক কোম্পানি লোরিয়্যাল এবার তাদের সমস্ত স্কিনকেয়ার প্রোডাক্ট থেকে ‘ফেয়ার’, ‘হোয়াইট’, ‘লাইট’ এমন শব্দগুলি সরিয়ে দিতে চলেছে। ইউনিলিভার কোম্পানির পদক্ষেপের পরই শুক্রবার লোরিয়্যাল এই সিদ্ধান্ত নিয়েছে এবং ঘোষণা করেছে। সংস্থার পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘লোরিয়্যাল গ্রুপ স্কিনকেয়ার প্রোডাক্টে ব্যবহৃত শব্দগুলি নিয়ে সচেতন। এবার থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনও প্রোডাক্টেই ‘ফেয়ার’, ‘হোয়াইট’, ‘লাইট’ এমন শব্দগুলি ব্যবহার করা হবে না।’ সৌন্দর্য ও মেক-আপের ক্ষেত্রে

লোরিয়্যাল খুবই জনপ্রিয় একটি কোম্পানি। তাদের লোরিয়্যাল প্যারিস, মেবলিন নিউ ইয়র্ক এবং এনওয়াইএক্স প্রফেশনাল মেক আপের জিনিসের ব্যাপক চাহিদা রয়েছে গোটা বিশ্বে। প্রসঙ্গত বর্ণবিদ্বেষের প্রতিবাদে ইউনিলিভার প্রথম এই পদক্ষেপ গ্রহণ করেন সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ফেয়ার এন্ড লাভলী এর কেয়ার শব্দটি বাদ দিয়ে কেয়ার অ্যান্ড লাভলি, ফ্রেস অ্যান্ড লাভলি অথবা ডিয়ার অ্যান্ড লাভলি-এই নামগুলির মধ্যে থেকে একটিকে বেছে নেওয়া হতে পার, তবেএখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এবারে কি পদক্ষেপ গ্রহণ করল লোরিয়্যাল প্যারিস।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন