জুন মাসের শেষ থেকেই বাজারে পাওয়া যাবে কোভিড চিকিৎসার জন্য প্রাথমিক অনুমতি প্রাপ্ত ড্রাগ রেমডেসিভির। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার তরফে একথা জানানো হয়েছে। জানা গিয়েছে, এই রেমডেসিভিরকে প্রাথমিক ভাবে কোভিড ১৯ রোগীদের চিকিৎসার জন্য ব্যবহার করা যেতে পারে বলে জানানো হয়েছে। ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া জানিয়েছে, শুধুমাত্র সংকটজনক করোনা রোগীদের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে এই ওষুধ ব্যবহার করা যেতে পারে। তাই ভারতেই এই ওষুধ তৈরি শুরু হয়েছে।আমেরিকার জিলেড সায়েন্সেস প্রথম এই ড্রাগ নিয়ে গবেষণা শুরু করে। তারপরে ইউএস ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন এই রেমডেসিভিরকে সংকটজনক করোনা রোগীদের ক্ষেত্রে
Self-reliant India is incomplete without a vibrant mining and minerals sector. pic.twitter.com/YwcxFsa9ES
— Narendra Modi (@narendramodi) June 18, 2020
ইমারজেন্সি ইউজ অথরাইজেশন বা জরুরি ব্যবহারের অনুমতি দেয়। যদিও এই রেমডেসিভিরের ব্যবহার নিয়ে এখনও ট্রায়াল চালাচ্ছে জিলেড। সব ধরনের করোনা রোগীদের চিকিৎসার জন্য এই ড্রাগ ব্যবহার করা যেতে পারে কিনা সেই গবেষণা চলছে। ভারতে সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে অল্প সংকটজনক রোগীদের ক্ষেত্রে প্লাজমা থেরাপি ও বেশি সংকটজনক রোগীদের ক্ষেত্রে এই রেমডেসিভির ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। তবে স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, এখনও এই রেমডেসিভির গবেষণার স্তরে রয়েছে। তাই এই ড্রাগ ব্যবহারের ক্ষেত্রে কিছু নির্দেশিকা রয়েছে। সেগুলি মানার কথাও বলা হয়েছে।