স্বাস্থ্য দফতরে চাকরি দেবার নাম করে বেকার যুবকদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে তিন ব্যাক্তিকে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। ওই গ্রেফতার হওয়া তিন ব্যাক্তির মধ্যে একজন বালুরঘাটের বাসিন্দা হলেও বাকি দুজন ভিন রাজ্যের। ধৃতদের আজ বালুরঘাট আদালতে পাঠিয়েছে পুলিশ।
A message from our CEO.
TikTok is committed to supporting the Black community and underrepresented groups as a whole. Check out our blog post for more information on the actions we are taking: https://t.co/Jvr2qAyNUG pic.twitter.com/rYpJoRqy4c
— TikTok (@tiktok_us) June 2, 2020
জেলা পুলিশের ডি এস পি সদর ধীমান মিত্র এব্যাপারে জানান তাদের কাছে গোপন সুত্রে খবর আসে যে কয়েকজন ব্যাক্তি বেকার যুবকদের স্বাস্থ্য দফতরে চাকরি দেবার নাম করে টাকা নিচ্ছে। খবর পেয়ে পুলিশ ওই স্থানে গিয়ে ওই তিনজনকে গ্রেফতার করে বালুরঘাট থানায় নিয়ে আসে। এই তিনজনের মধ্যে বিশ্বনাথ হালদার নামে একজন বালুরঘাটের বাসিন্দা বাকি দুজন গোবিন্দ সিং ও নন্দ কীশোর শ্রীবাস্তব বিহার রাজ্যের বাসিন্দা। ধীমান মিত্র আরও বলেন মুলত এরা স্বাস্থ্য দফতরে চাকরি দেবার নাম করে ভাওতা দিয়ে বেকার যুবকদের থেকে টাকা নিচ্ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি এই চক্রকে নিয়ে পুলিশ পুরো বিষয়টি তদন্ত শুরু করেছে।