নিহত কৃষ্ণাঙ্গ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত ট্রাম্প ।

নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হলেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, , “আশা করি জর্জ এখন ওপর থেকে সব দেখছে। সে নিশ্চয় বলছে, আমাদের দেশে দারুণ সব ব্যাপারস্যাপার ঘটছে।” পাশাপাশি শুক্রবারকে ‘গ্রেট ডে’ বলেও উল্লেখ করেন। কিন্তু কেন এই মন্তব্য করেছেন তিনি, তার ব্যাখ্যা দেননি। এ থেকেই সাধারণত ক্ষোভ প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা। উল্লেখ,

কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের ঘাড়ের ওপরে হাঁটু দিয়ে ন’মিনিট চেপে ধরে থাকেন এক পুলিশ অফিসার। তাতে তাঁর মৃত্যু ঘটে। কৃষ্ণাঙ্গ নিপীড়নের বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয় আমেরিকা জুড়ে। ট্রাম্প বলেন, “গত সপ্তাহে কী ঘটেছে তা আমরা সকলেই দেখেছি। আমরা ফের তা হতে দিতে পারি না।” ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, তিনি বর্ণবৈষম্য ও পুলিশি নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছেন। এনিয়ে সমালোচনার ঝড় চলছে সারা দেশ জুড়ে। আগামী নভেম্বরের ভোটে যিনি সম্ভবত ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন, সেই জো বিডেন বলেন, প্রেসিডেন্টের মন্তব্য নিন্দনীয়। বিডেন টুইট করে বলেন, “জর্জ ফ্লয়েড মৃত্যুর সময় বলেছিলেন, আই কান্ট ব্রিদ। সেই কথাগুলি এখন দেশ জুড়ে প্রতিধ্বনিত হচ্ছে।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন