আবারও হানা দিতে পারে পঙ্গপালের দল ।

রাষ্ট্রপুঞ্জের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন (এফএও) আগাম সতর্ক করে জানিয়েছে, ভারতে আবার হানা দিতে পারে পঙ্গপাল। এফএও জানিয়েছে, এবার পঙ্গপালের দল ভারতে আসতে পারে ইরানের দক্ষিণ ভাগ এবং আফ্রিকার উপদ্বীপীয় এলাকা থেকে। এফএও-র তরফে জানানো হয়েছে পূর্ব আফ্রিকায় নতুন ভাবে প্রজননের ফলে একঝাঁক পঙ্গপালের জন্ম হচ্ছে এখন। মূল উত্তর-পশ্চিম কেনিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়া থেকে এই পঙ্গপালের দল উত্তর দিকে অগ্রসর হবে।

তারপর জুন মাসের মাখামাঝি সময়ে সুদান পার করবে। মূলত আফ্রিকার এই তিনটি জায়গা থেকে উত্তর ভারত মহাসাগর বরাবর ভারত-পাকিস্তান সীমান্তে এসে পৌঁছবে। প্রসঙ্গত, বর্ষার আগে দক্ষিণ-পশ্চিম পাকিস্তান থেকে রাজস্থানে ঢুকেছিল পঙ্গপালের দল। তারপর অগ্রসর হয়েছিল উত্তর দিকে। পঙ্গপালের উৎপাতে ১৬টি রাজ্যে সতর্কতা জারি করতে একপ্রকার বাধ্য হয় কেন্দ্রীয় সরকার। যথেষ্ট ব্যবস্থা থাকার পরেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে রাজস্থান এবং মধ্যপ্রদেশে। তাই এবারেও আগাম সতর্ক করা হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন