লাদাখ-চিন সীমান্ত সমস্যা নিয়ে ভারতের পাশে আমেরিকা ।

লাদাখ চিন সীমান্ত সমস্যা নিয়ে ভারতের পাশে দাঁড়ালো আমেরিকা। সম্প্রতি আমেরিকার তরফে জানানো হল ভারতের এলাকা দখলের জন্যই এই আগ্রাসন চালিয়েছিল চিনের পিপলস লিবারেশন আর্মি। বৃহস্পতিবার আমেরিকার পার্লামেন্টে বৈদেশিক নীতি নিয়ে বক্তব্য রাখতে গিয়ে সেনেটের মেজরিটি লিডার মিচ ম্যাককোনেল এই বক্তব্য রাখেন। তিনি বলেন, “১৯৬২ সালের পর ভারত ও চিনের মধ্যে সবথেকে বড় সংঘর্ষের প্রধান কারণ হল জমি। ভারতের এলাকা দখলের জন্যই নিজেরা এগিয়ে এসে সংঘর্ষ করেছে চিনের পিপলস লিবারেশন আর্মি।” ম্যাককোনেল বলেন, “এটা আলাদা করে বলার দরকার নেই যে প্রতিটি দেশ এই মুহূর্তে বিশ্বের দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যে লড়াই চলছে সেদিকে নজর রেখেছে। কোনও ভাবেই এই সংঘাতের মাত্রা যেন খুব বেশি না হয়, সেদিকে নজর রাখা হচ্ছে। সব দেশই চাইছে শান্তির মাধ্যমে এই সমস্যার সমাধান হোক। কিন্তু গোটা বিশ্ব জানে, কী ভাবে নিজেদের সীমানার মধ্যে থাকা নিজেদের দেশের মানুষের বিরুদ্ধেই অত্যাচার করে পিপলস রিপাবলিক অফ চিন। সেক্ষেত্রে অন্য দেশের ক্ষেত্রে তো আরও বেশি হিংস্রতা তারা দেখাবেই। চিন চাইছে আন্তর্জাতিক দুনিয়ার মানচিত্রে বদল ঘটাতে। অন্য দেশের এলাকা নিজেদের দখলে নিয়ে এই কাজ করতে চাইছে তারা।” পাশাপাশি সকল দেশকে এক হয়ে চীনের বিরুদ্ধে লড়ার জন্য ডাক দেন ম্যাককোনেল। তিনি বলেন, সারা বিশ্বে মারন করোনা ভাইরাস ছড়িয়ে দিয়ে আগ্রাসী লক্ষ্য নিয়েছে চিন। যার বিরুদ্ধে সকলকে এক হয়ে লড়তে হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন