ধর্ষণের মতো গুরুতর অভিযোগ উঠল এক প্রাক্তন জেলা কালেক্টরের বিরুদ্ধে। চাকরি দেওয়ার নাম করে এক মহিলাকে অফিসে ডেকে পাঠিয়ে ওই জেলা কালেক্টর ধর্ষণ করেন বলে অভিযোগ। ধর্ষণের অপরাধে অভিযুক্ত ছত্তিশগড়’এর জনজির-চম্পা জেলা’র প্রাক্তন কালেক্টর। গত ১৫ মে এক মহিলাকে চাকরি দেওয়ার নাম করে নিজের অফিসে ডেকে পাঠিয়ে ধর্ষণ করার অভিযোগ ওঠে প্রাক্তন কালেক্টর জে.কে পাঠক’এর বিরুদ্ধে। ইতিমধ্যেই মহিলার তরফে একটি এফ.আই.আর দায়ের করা হয়েছে।
My focus: Serve People of West Bengal and for this make any sacrifice.
All issues flagged by me @MamataOfficial are from this stand point – Farmers should not have lost 7,000 crores of PM-KISAN, it is their due; Issues of about 40,000 Test reports pending and many more. (1/2)
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) June 4, 2020
জেলা পুলিশ সুপার পারুল মাথুর বলেন, ‘ঘটনাটি ঘটেছে ১৫ মে। বুধবার অর্থাৎ ৩ জুন অভিযোগ দায়ের হয় থানায়। ইতিমধ্যেই মহিলার বিস্তারিত বয়ান রেকর্ড করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাই করতে তদন্ত শুরু হয়েছে।’ পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই কাজ পাইয়ে দেওয়ার নাম করে নিজের অফিসে মহিলাকে ডেকে পাঠাতেন প্রভাবশালী এই প্রাক্তন কালেক্টর। মহিলাকে আপত্তিকর মেসেজ করতেন বলেও অভিযোগ রয়েছে জে.কে পাঠকের বিরুদ্ধে। মহিলার মোবাইল রেকর্ডও এক্ষেত্রে খতিয়ে দেখা হবে বলে খবর। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ওই কালেক্টর।