তিল গাছে সবেমাত্র ফুল এসেছে তা শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হল তিল গাছের। সেই সাথে পাট জমিরো ক্ষতি হলো।

কালবৈশাখীর ঝড়জলে পাকা বোরো ধান কাটতে শুরু করেছেন চাষিরা। অন্যদিকে তিল গাছে ফুল আসার সময় শুরু হয়েছে এবং সেইসাথে পাটগাছ অনেক বড় হয়ে গেছে। গত দু তিনদিনে ব্যাপক ঝড় বৃষ্টির সাথে শিলাবৃষ্টি হয়েছে। শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে পূর্বস্থলী ২ নম্বর ব্লকের বিস্তীর্ণ অঞ্চল। মন্তেশ্বর ব্লক এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের।শনিবার চাষীদের মাঠ পরিদর্শন করে এবং সরকারের কাছে ক্ষতির তালিকা পাঠানোর জন্য পরিদর্শন করলেন কৃষি দপ্তরের কর্মচারীরা।এদিন কৃষি দপ্তরের কর্মীরা এলাকার চাষীদের সাথে কথা বলেন এবং শিলাবৃষ্টিতে কি রকম ক্ষতি হয়েছে সে বিষয়ে খোঁজখবর নিয়ে তালিকা তৈরি করেন বলে জানা গেছে । চলতি কালবৈশাখীর শিলাবৃষ্টি এবং ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বোরো ধানের। বহু জমির পাকা ধান কাটা হয়ে গিয়েছে কিন্তু বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে জমির ধান। মুনিশ ( শ্রমিক) সমস্যার কারণে ধান ঘরে তোলা সম্ভব হয়নি তাই ওই ধান নষ্টের মুখে। চাষীরা জানিয়েছেন – তিল গাছে সবেমাত্র ফুল এসেছে তা শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হল তিল গাছের। সেই সাথে পাট জমিরো ক্ষতি হলো। পাট গাছ ইতিমধ্যেই অনেকটাই বড় হয়ে গিয়েছে,তাতে শিলাবৃষ্টিতে পাট গাছ ভেঙে পড়েছে ফলে নতুন করে আর বীজ ছড়িয়ে পাট গাছ তৈরি করা বা তিল গাছ তৈরি করা সম্ভব নয়। তাই এলাকার চাষিরা দাবি তুলেছেন সরকারি ক্ষতিপূরণ পাওয়ার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন