আবার চিনা আাগ্রাসন। এবার নেপালে অবস্থিত পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টকেই নিজেদের ভূখণ্ডে দাবি করল বেজিং-এর সরকারি সংবাদসংস্থা চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক। এই বিষয়ে সিজিটিএন-এ একটি ট্যুইট ঘিরে শোরগোল পড়েছে। চিনের এই দাবির কড়া সমালোচনা করেছে নেপাল।
সিজিটিএন-এর ট্যুইটে দাবি করে হয়েছে যে মাউউন্ট এভারেস্ট সম্পূর্ণভাবে চিনে অবস্থিত। পরিষ্কার আকাশে চিনের স্বশাসিত অংশ তিব্বতে মাউন্ট কিয়োমোলাঙ্গামো বা মউন্ট এভরেস্ট স্পষ্ট দেখা যাচ্ছে বলে একটি ট্যুইট করা হয়। এই ট্যুইটের তীব্র প্রতিবাদ জানায় নেপাল। এই বিষয়ে চিনের ব্যাখ্যাও দাবি করা হয় ট্যুইটারে। প্রসঙ্গত, ১৯৬০ সাল থেকেই মাউন্ট এভারেস্টের দাবি নিয়ে গোলমাল রয়েছে চিন ও নেপালের মধ্যে।
The first 5G commercial use test on a maglev train was successfully conducted by Chinese telecom solutions provider in Shanghai. pic.twitter.com/ZYWIodxsBC
— China Science (@ChinaScience) December 2, 2019
১৯৬০ সালে নেপালের প্রধানমন্ত্রী থাকাকালীন বিশ্বেশ্বর কৈরালা চিন সফরে গিয়ে চাইনিজ কমিউনিস্ট পার্টির তত্কালীন চেয়ারম্যান মাও জেদং-এর সঙ্গে দেখা করেন। সেই সময় এভারেস্টকে নেপাল ও চিনের মধ্যে দু-ভাগে ভাগ করার প্রস্তাব দেন মাও জেদং।