মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কোনও পদক্ষেপ নিচ্ছেন না ; অভিযোগ এনেছেন স্বরাষ্ট্র মন্ত্রী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন অমিত শাহ। মুখ্যমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের ফেরাতে কোনও পদক্ষেপ নিচ্ছেন না এই অভিযোগ এনেছেন স্বরাষ্ট্র মন্ত্রী। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগ নিচ্ছে না পশ্চিমবঙ্গ সরকার৷ ট্রেনের জন্য আবেদন করছে না৷ রাজ্যের ভূমিকা যন্ত্রণাদায়ক৷ এমনই জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ সূত্রের খবর, চিঠিতে অমিত শাহ লিখেছেন, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরাতে শ্রমিক স্পেশ্যাল ট্রেনের ব্যবস্থা করেছে কেন্দ্র৷ ট্রেনের জন্য আবেদন করছে না রাজ্য৷ কিন্তু রাজ্য সরকার কো-অপারেট করছে না৷ পরিযায়ী শ্রমিকদের ফেরাতে রাজ্য সরকার কী ভাবছে, তার উত্তরও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করলেন স্বরাষ্ট্রমন্ত্রী৷ করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে প্রথম থেকেই কেন্দ্র ও রাজ্যের মধ্যে সংঘাত চলছে৷ বাংলায় করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা নিয়ে কেন্দ্রের হিসেব ও রাজ্য সরকারের হিসেব মিলছে না৷ পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় লকডাউন ঠিক মতো মানা হচ্ছে না বলেও অভিযোগ তুলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ রাজ্যে ঘুরে গিয়েছে কেন্দ্রের বিশেষ দলও৷ তাঁরাও রাজ্যের বিপক্ষে রিপোর্ট দিয়েছেন। এবার স্বরাষ্ট্র মন্ত্রীর এই চিঠি রাজ্য কেন্দ্র সংঘাতে নতুন মাত্রা যোগ করল, বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন