বিশাখাপত্তনমে রাসায়নিক প্ল্যান্টে গ্যাস লিক করে এক শিশু সহ মৃত ৮ ।

বিশাখাপত্তনমের আরআর বেঙ্কটপুরমের এলজি পলিমারস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের রাসায়নিক প্ল্যান্টে গ্যাস লিক করে এক শিশু সহ আট জনের মৃত্যু হয়েছে। প্রায় ৫ হাজার মানুষ হাসপাতালে ভর্তি। তাদের চিকিৎসা চলছে। এরমধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। ঘটনাস্থলে উদ্ধার কার্যে গিয়েছে দমকল, পুলিশের বিশাল বাহিনী ও অ্যাম্বুল্যান্স। ছবিতে অন্তত শতাধিক মানুষকে রাস্তায় হুড়োহুড়ি করতে দেখা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ও বিপদ সম্পর্কে সচেতন করতে সাইরেন বাজানো হয়। গ্যাসের তীব্রতায় এলাকার মানুষের মধ্যে চোখ জ্বালা ও শ্বাসকষ্টের সমস্যা দেখা দেয় বলে জানিয়েছেন আধিকারিকরা। অসুস্থ হয়ে পড়ায় সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে পাঠানো হয়। স্থানীয়দের তোলা বেশকিছু ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ভিডিওতে দেখা গিয়েছে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছেন অনেকে। নর্দমা থেকে উদ্ধার করা হয়েছে কয়েকটি দেহ। মৃত্যু হয়েছে অনেক গরু, মোষেরও।গ্রেটার বিশাখাপত্তনম পুরনিগমের তরফে ট্যুইটে জানানো হয়েছে, ‘গোপালপটনমের এলজি পলিমারসে গ্যাস লিকের ঘটনা ঘটেছে। আগাম সতর্কতা নিতে এই অঞ্চলের মানুষদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করা হচ্ছে।’ প্রধানমন্ত্রী জানান, ‘বিশাখাপত্তনমের অবস্থা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। গভীরভাবে বিষয়টির দিকে নজর রাখা হচ্ছে। বিশাখাপত্তনমে সবার সুরক্ষা কামনা করছি।’ এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক ও জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতরের সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন