ফেসবুকে ভুয়ো খবর বা আপত্তিকর লেখা রুখতে ২০ সদস্যের বোর্ড গঠন ।

ভুয়ো খবর বা আপত্তিকর লেখা, ছবি, ভিডিও যাতে ফেসবুকের মাধ্যমে না ছড়ায় সে বিষয়ে ২০১৮ সালেই ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ একটি প্যানেল গঠনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। বুধবার তা বাস্তবায়িত হয়েছে বলে ঘোষণা করল ফেসবুক। পোস্ট করা কনটেন্ট খতিয়ে দেখতে ২০ সদস্যের বোর্ড গঠন করেছে ফেসবুক। বুধবার এই সোশ্যাল নেটওয়ার্কিং সংস্থাটির তরফে বলা হয়েছে, এই বোর্ডে রয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন ক্ষেত্রের মানুষ। ডেনমার্কের প্রাক্তন প্রধানমন্ত্রী থেকে সাংবাদিক, সমাজকর্মী, মানবাধিকার কর্মীরা রয়েছেন এই বোর্ডে। বিভিন্ন সময়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামের বিভিন্ন পোস্ট নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়তে হয় কর্তৃপক্ষকে।

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ফাঁস থেকে নানা বিষয়ে অভিযোগ ওঠে। অনেকের বক্তব্য ছিল, যথাযথ নজরদারি নেই বলেই বারবার এই ধরনের ঘটনা ঘটছে। শুধু তাই নয়, ফেসবুকের মঞ্চ ব্যবহার করে একাধিকবার সাম্প্রদায়িক উস্কানি ও ঘৃণা ছড়ানোর অভিযোগও উঠেছিল। সেসব দেখেই এই পদক্ষেপ করল জুকারবার্গের সংস্থা। অর্থাৎ এবার থেকে যে লেখা, ছবি বা ভিডিওতে আপত্তি রয়েছে বলে মনে করবে এই বোর্ড তা সরিয়ে দেওয়া হবে ফেসবুক থেকে। তার জন্য আলাদা মেকানিজমও আনছে ফেসবুক। তার ফলে আর গণরিপোর্টের অপেক্ষা করতে হবে না। তার আগেই সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে ফেলা হবে বিতর্কিত পোস্টটি। উল্লেখ্য, আগামী দিনে এই স্বাধীন বোর্ডে ৪০ জন পর্যন্ত সদস্যকে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন