কয়েক দিন আগেই তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, তাঁকে মেরে ফেলা হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। খুনই করা হল মার্কিন যুক্তরাষ্ট্রে কর্মরত এক করোনা গবেষককে। পিটার্সবার্গ ইউনিভার্সিটির গবেষক ছিলেন তিনি। করোনাভাইরাসের প্রকৃতি এবং সংক্রমণের ব্যাপারে অনেক তথ্য উদঘাটন করেছিলেন বলে দাবি করেছিলেন এই গবেষক। গবেষণায় সাফল্যের পরই তিনি আশঙ্কা প্রকাশ করেছিলেন, কেউ বা কারা তাঁকে মেরে ফেলতে পারে যে কোনওদিন! শেষমেশ তাই হল ৩৭ বছর বয়সী গবেষক বিং লিউ—এর। অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তবে এটি খুন না আত্মহত্যা, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
Advisory for Canadian Nationals/OCI card holders considering travel to India or in India during #COVID19: Consulate General of India, Toronto, Canada pic.twitter.com/BVzFz4GPUQ
— ANI (@ANI) May 6, 2020
রোজ টাউনশিপে নিজের বাড়িতেই পাওয়া যায় বিংয়ের দেহ। তাঁর শরীরে বেশ কয়েকটি গুলির চিহ্ন রয়েছে। তাঁর গাড়ির মধ্যে আরও একটি মৃতদেহ পাওয়া গিয়েছে। সেই ব্যক্তির বয়স আনুমানিক ৪৬ বছর। নাম গাউ গু। অনেকে মনে করছেন বিংকে গুলি করে মেরে ফেলার পর গাউ আত্মহত্যা করেছে। পুলিস অবশ্য জানিয়েছে, বিংকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। তবে এখনই এই ব্যাপারে বিস্তারিত কিছু জানাতে চায়নি পুলিস।
পিটার্সবার্গ ইউনিভার্সিটির মেডিসিন বিভাগে শিক্ষকতা করতেন বিং। করোনাভাইরাসের প্রকৃতি ও সংক্রমণের ধরণ নিয়ে গবেষণা করছিলেন তিনি। মারণ ভাইরাসের আচরণ সম্পর্কে অনেক তথ্য উদঘাটন করছিলেন তিনি। তবে গবেষণার কাজ শেষ করতে পারেননি। পিটার্সবার্গ ইউনিভার্সিটি—র তরফে জানানো হয়েছে, বিংয়ের অসমাপ্ত কাজ শেষ করার জন্য যাবতীয় চেষ্টা করা হবে। বিং যে বিভাগে কাজ করতেন সেখানে গবেষণার কাজ শুরু করার তোড়জোর চলছে।