নিজস্ব প্রতিনিধি- করোনা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছে বিজেপি। এবার ২৫ বৈশাখের দিন মুখ্যমন্ত্রী গান শোনানো প্রসঙ্গে তীব্র কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি জানান, এতদিন পর্যন্ত রবীন্দ্রনাথ, নজরুল, নেতাজির ছবির পাশে মুখ্যমন্ত্রীর ছবি বসানো হয়েছে। তিনি সবসময় মনীষীদের সঙ্গে নিজের তুলনা করে এসেছেন। কিন্তু ২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথের বদলে মুখ্যমন্ত্রীর গান শুনতে হচ্ছে বাংলাকে, এটা বাংলার মহাপুরুষদের অপমান বলে ব্যাখ্যা করেন তিনি। অর্থাৎ শুধু করোনা নিয়ে নয়, ব্যক্তিগত স্তরেও বিজেপি বনাম রাজ্য সরকারের তরজা দিন প্রতিদিন তুঙ্গে উঠছে।
শুক্রবার রাজ্য সরকারের বিরুদ্ধে এক গুচ্ছ অভিযোগ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ সহ বিজেপির কিছু নেতারা। কলকাতা পুরসভার প্রশাসক নিয়োগ থেকে শুরু করে পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো ইত্যাদি বিষয় নিয়ে এদিন রাজ্যপালের কাছে নালিশ জানান বিজেপি। রাজ্যপালের সঙ্গে বৈঠকের পরেই দিলীপ ঘোষ জানান, একটি বিশেষ সম্প্রদায়ের মানুষদের ফেরানোর জন্য ট্রেনের ব্যবস্থা করছিল রাজ্য সরকার। পাশাপাশি কলকাতা পুরসভার প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম কে নির্বাচিত করা প্রসঙ্গে দিলীপ ঘোষ জানান, কলকাতা পুরসভার বেআইনিভাবে প্রশাসক বসানো হয়েছে। রাজ্যপালের কাছে এই সিদ্ধান্তের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বলেও দাবি করেন তিনি।