৩১ অগস্টের মধ্যে বাবরি মসজিদ মামলার রায় দানের সময় নির্ধারণ সুপ্রিম কোর্টের।

বাবরি মসজিদ ধ্বংস মামলার বিচার প্রক্রিয়া ও রায় দানে আরও চার মাস সময় দিল সুপ্রিম কোর্ট। আগামী ৩১ অগস্টের মধ্যে বর্ষীয়াণ বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানি, মুরলি মনোহর যোশী, ঊমা ভারতী-সহ অন্যদের বিরুদ্ধে চলা এই মামলার বিচারপর্ব ও রায়দান শেষ করতে হবে বলে শুক্রবার জানিয়ে দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রসঙ্গত, আগামী ন’মাসের মধ্যে মামলা শেষ করে রায়দান করতে হবে বলে গত বছর জুলাই মাসে নিম্ন আদালতকে সময় বেঁধে দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু করোনাভাইরাস মহামারি রুখতে দেশজোড়া লকডাউনের কারণে বিচারপর্ব শেষ করতে আরও সময় লাগবে বলে নিম্ন আদালতের পক্ষ থেকে আবেদনে উল্লেখ করেন বিচারপতি। এজন্যই বিচার পর্বে অতিরিক্ত চার মাস সময় দেওয়া হয়। যদিও সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, আদালতে বাবরি মসজিদ ধ্বংস মামলার শুনানি চালাতে হবে। কিন্তু আর যেন দীর্ঘায়িত না হয় বিচারপর্ব, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন