ধাক্কার ধামাকা অফার পেল পাকিস্তান! ৩১০০ কোটির মার্কিনি সাহায্য আর থাকছেনা

নিজস্ব প্রতিনিধি : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের পরেই বড় ধাক্কা খেলেন ইমরান খান। এক ধাক্কায় পাকিস্তানকে দেওয়া আর্থিক অনুদানের পরিমাণ অনেকটাই কমিয়ে দিল আমেরিকা। সন্ত্রাসবাদ রোধে পাকিস্তান উল্লেখযোগ পদক্ষেপ না করাতেই আর্থিক সাহায্য কমানো হল বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।

একেই প্রবল আর্থিক অনটনে ভুগছে পাকিস্তান। তার মধ্যে এক ধাক্কায় ৩,১০০ কোটি টাকার মার্কিন সাহায্য কমিয়ে দেওয়া হল। এখন বছরে আমেরিকার থেকে পাকিস্তান পাবে ৪.১ বিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যা কিনা প্রায় ৩০,০০০ কোটি টাকা।

তবে আচমকা ওই কাটছাঁট করেনি ওয়াশিংটন। গত মাসে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মার্কিন সফরের সপ্তাহতিনেক আগেই ওয়াশিংটনের তরফে ইসলামাবাদকে ওই কাটছাঁটের সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। পরে ইমরান খানের সঙ্গে বৈঠকেও সে কথা জানিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। সন্ত্রাসদমনে ইমরান সরকারের ভূমিকা নিয়ে অসন্তোষের কথাও সেই বৈঠকে গোপন করেননি ট্রাম্প।

গতকাল, কাশ্মীর নিয়ে আন্তর্জাতিক মঞ্চে মুখ বাঁচাতে চেষ্টার খামতি রাখছেন না ইমরান খান। পাকিস্তানের আবেদনে সাড়া দিয়ে রাষ্ট্রসঙ্ঘে কাশ্মীর ইস্যু তুলেছে চিন। বেজিংয়ের দাবিতে কাশ্মীর নিয়ে রুদ্ধদ্বার বৈঠকে রাজি হয়েছে রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকের ঠিক আগে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে ফোন করেন পাক প্রধানমন্ত্রী। দু’জনের মধ্যে প্রায় ১৭ মিনিট কথা হয়েছে।

অন্যদিকে, কাশ্মীর নিয়ে এখনও পর্যন্ত আন্তর্জাতিক মহলে ইতিবাচক সাড়া পায়নি পাকিস্তান। কোনও দেশই পাশে দাঁড়ায়নি তাদের। মার্কিন যুক্তরাষ্ট্রও ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছে, কাশ্মীর ভারত-পাকিস্তানের দ্বিপাক্ষিক বিষয়।

২০১০-এ পাকিস্তান ও আমেরিকার মধ্যে সাক্ষর হওয়া পাকিস্তান এনহ্যান্সমেন্ট পার্টনারশিপ এগ্রিমেন্ট অনুযায়ী এই আর্থিক অনুদান পায় ইমরান খানের দেশ। ইমরান খান ওয়াশিংটন সফরে আসার তিন সপ্তাহ আগেই তাঁকে অনুদানে কাটছাঁট করার কথা জানিয়ে দেয় মার্কিন প্রশাসন।

 

 

 

 

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন