একবার করোনার হামলা কাটিয়ে ওঠার পরও আসছে সংক্রমণের খবর। করোনা কালে গোটা বিশ্বে এটাই এখন সবচেয়ে বড় মাথাব্যথার কারণ। এই তালিকায় প্রথম নামটাই রয়েছে চিনের। সেখানে ৯ মে নতুন করে ১৪ জনের দেহে করোনা সংক্রমণের খবর মিলেছে, ২৮ এপ্রিলের পর থেকে সংক্রমণের নিরিখে যা সর্বোচ্চ! সংক্রমণের আঁতুড়ঘর উহানে গত এক মাস একটিও সংক্রমণের খবর মেলেনি, কিন্তু নতুন সংক্রামিত ১৪ জনের মধ্যে একজন উহানের। ফলে সেখানেও বাড়ছে চিন্তা।
এদিকে মেক্সিকোতেও নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১৫৬২ জন। মৃত্যু হল আরও ১১২ জনের। এই নিয়ে সে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৩৫ হাজার ২২। মোট মৃতের সংখ্যা ৩৪৬৫ জন। এরই মধ্যে সুস্থ হয়ে গিয়েছেন প্রায় ২৩ হাজার ১০০ জন।
A mother lost her 22 year old son who committed suicide in Kerala after he couldn’t board the first train to return home and didn’t have hope of getting back to his home in Murshidabad, West Bengal. Will Chief Minister Mamata Banerjee take responsibility for this devastated home? pic.twitter.com/VJqXwVTp8N
— BJP Bengal (@BJP4Bengal) May 10, 2020