সোমবার নন অ্যালাইনমেন্ট মুভমেন্ট বা ন্যাম-এর বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে এবারের এই বৈঠক হবে ভার্চুয়াল মাধ্যমে। এই বৈঠকে প্রধানত আলোচনা হবে কীভাবে একযোগে নভেল করোনা ভাইরাসের মোকাবিলা করা যায় তা নিয়েই। এর আগে কোনও ন্যাম সামিটে অংশ নেননি মোদী। তাই এই বৈঠকে তাঁর উপস্থিতি বিশেষ তাত্পর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, নরেন্দ্র মোদীই প্রথম পূর্ণাঙ্গ প্রধানমন্ত্রী যিনি ২০১৬ সালে ন্যাম সামিটে অংশ নেননি। ২০১৯ সালেও একই ঘটনা ঘটেছিল।
न धर्म की दीवारें हैं
न समाज के ताने हैं।
लक्ष्य है बस सेवा का
और ये रिश्ते अनजाने हैं।।This image speaks much louder than words!!
Salute you #CoronaWarriors @MoHFW_INDIA #COVID__19 #IndiaFightsCorona pic.twitter.com/gBg0v19lSq— Dr Harsh Vardhan (@drharshvardhan) May 2, 2020
অনুমান করা হচ্ছে এদিনের বৈঠকে ভারতের করোনা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। এবারের বৈঠকের নেতৃত্ব দেবেন ন্যাম-এর বর্তমান চেয়ারম্যান আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভ। এই বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রপুঞ্জের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস এবং হু-এর ডিরেক্টর জেনারেল তেদ্রোস আদহানোম ঘেবরেসিয়াস।