বেশ কিছুদিন ধরেই স্থানীয় বাসিন্দাদের মধ্যে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল এক স্নো লেপার্ড। স্থানীয়দের অভিযোগ, গত চার দিনে ৪০টিরও বেশি ভেড়া তুলে নিয়ে গিয়েছে সে। অবশেষে স্থানীয়দের সাহায্যে তাকে পাকড়াও করল বন দফতর।
This is how a peacock flies😊
The tail feathers might grow upto six feet and is more than 60% of body length. pic.twitter.com/nYo1BDGRpZ
— Susanta Nanda IFS (@susantananda3) May 3, 2020
ঘটনাটি হিমাচল প্রদেশের লাহুল-স্পিতির। কাজা ডিভিশনাল ফরেস্ট অফিসার হরদেব নেগি জানিয়েছেন, শনিবার স্পিতির গেউ গ্রাম থেকে তুষার চিতাবাঘাটিকে বন্দি করা হয়। এরপর স্নো লেপার্ডটিকে শিমলার কুফরির হিমালয়ান নেচার পার্কে পাঠানো হয়েছে। স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন স্থানীয়রা। তাঁরা বলেছেন, ‘গত কয়েকদিন ধরেই আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছিল গোটা এলাকায়। বহু বাড়ির অনেক ভেড়া খেয়ে ফেলে স্নো লেপার্ডটি। তাই বন দফতরের সাহায্য নিই।’