ফের বিদেশি বিনিয়োগ রিলায়েন্সে। জানা গিয়েছে, বেসরকারি ইক্যুইটি ফার্ম সিলভার লেক রিলায়েন্স জিওতে আগামীদিনে বিনিয়োগ করবে ৫,৬৫৬ কোটি টাকা। সোমবার রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির তরফে এ কথা ঘোষণা করা হয়। এর ফলে জিও-র বাজার দর গিয়ে দাঁড়াবে ৪.৯০ লাখ কোটি টাকা। এর আগেই ফেসবুকের তরফে ঘোষণা করা হয়েছিল জিও প্ল্যাটফর্মের ৯.৯৯ শতাংশ শেয়ার কিনতে সংস্থায় ৪৩,৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করবে ফেসবুক।
#LockdownExtended #coronavirus #SalmanKhan #takes part#distributingfood#for effected.. pic.twitter.com/2em8FvVQEf
— aamarsakal.com (@aamarsakal) May 4, 2020
রিল্যায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান তথা ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি জানিয়েছেন, ‘ভারতের ডিজিটাল ইকোসিস্টেমের বৃদ্ধি আগামীদিনে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে আমরা বদ্ধ পরিকর। আর সেই উদ্দেশ্যে আমরা পার্টনার হিসেবে স্বাগত জানাচ্ছি সিলভার লেককে।’
রিল্যায়েন্সের সঙ্গে এই চুক্তি সম্পর্কে সিলভার লেকের কো-সিইও এবং ম্যানেজিং পার্টনার এগন ডারবান জানিয়েছেন, ‘মুকেশ আম্বানি এবং রিল্যায়েন্স টিমের সঙ্গে কাজের সুযোগ পেয়ে আমরা গর্বিত।’