দিঘার সমুদ্র পাড়ে উড়ছে সাদা তুলোর মতো ফেনা, চাঞ্চল্য এলাকায় ।

দিঘাঃ করোনাভাইরাসের আক্রমণে বিপর্যস্ত ভারত। সংক্রমণ রুখতে চলছে লকডাউন। আর এই লকডাউনের বাজারে একের পর এক প্রাকৃতিক সৌন্দর্যের সাক্ষী থাকছেন আমজনতা।
এবার কাশ্মীর নয় লকডাউনের মাঝে দিঘার সমুদ্র সৈকত দেখা মিলছে ‘তুষারপাত’ এর। ভরা গ্রীষ্মের প্রখর দাবদাহের সকালে এমন ঘটনা চাক্ষুস করে তাজ্জব বনে যাওয়ার জোগাড় দিঘাবাসীর।
তবে এই তুষারপাতের সঙ্গে কাশ্মীরের তুষারপাতের কোনও মিল নেই। আর বরফের মতো দেখতে হলেও আদৌ এটা কোনও তুষারপাতও না। করোনার কারনে ৫০ দিন অতিক্রম করেছে লকডাউন। আর দীর্ঘ সেই লকডাউনের কারনে বন্ধ হয়ে পড়ে আছে রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘা। ফলে শান্ত ও নিস্তব্ধতা বজায় রেখে দিন কাটাচ্ছে থাকে স্বপ্ন সুন্দরী দিঘা।

এরই মাঝে শুক্রবার রাতে দেখা গেলো এক নতুন দৃশ্য। ঝোড়ো হাওয়ার সাথে বাতাসে উড়তে থাকে সাদা সাদা কিছু। যা দেখে প্রথমে মনে হয় বরফ পড়ছে। স্বাভাবিক ভাবেই মানুষের মনে আতঙ্ক ছড়ালেও পরে জানা যায় সমুদ্রের জলোচ্ছ্বাসের ফলে তার ফেনা আকাশে সাদা তুলো মতো উড়তে থাকে। মনে হবে যেন কাশ্মীরে তুষারপাতের কারনে বরফে ঢেকে পড়ে।
এদিকে লকডাউনের কারনে পর্যটকের দেখা নেই। স্থানিয় গুটি কয়েক মানুষ তুষারপাতের দৃশ্য উপলব্ধি করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সমুদ্রে ট্রলার, নৌকা বন্ধ থাকার কারনে সমুদ্রের জল পরিস্কার পরিচ্ছন্ন হয়ে পড়েছে। ঝড়ের কারনে জলের ঢেউ বেড়ে যায়। আর সেউ ঢেউয়ের কারনে সমুদ্রে লবনাক্ত জল ফেনায় পরিনত হয়ে বাতাসে উড়ে বেড়ায়। তবে লকডাউনের আশীর্বাদে প্রকৃতি তথা আমাদের বাস্তুতন্ত্র যে একটু একটু করে সেরে উঠছে, তা বলাই বাহুল্য। আবার অনেকে মুখে “আমফান” এর আতঙ্ক। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছিলো ঘুর্ণিঝড় ” আমফান” বাংলায় প্রভাব বিস্তার করতে পারে তারই কি পূর্বাভাস?.।যা ঘিরে এলাকার মানুষের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন