শিলিগুড়ি সংলগ্ন বিধান নগর বাজারে ভয়াবহ অগ্নিকান্ড।

শিলিগুড়ি, ১৫ মেঃ শুক্রবার রাতে শিলিগুড়ি সংলগ্ন বিধান নগর বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বিধান নগর বাজারের আন্ডার পাস সংলগ্ন এলাকায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটার কারণেই এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সিলিন্ডার বিস্ফোরণের জেরে অগ্নিকান্ডের ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছয় বিধান নগর পুলিশ। এরপর দমকল কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রনে আনে।

অগ্নিকান্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোন খবর পাওয়া যায় নি।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন