দেশজোড়া লকডাউনে জঙ্গলগুলোর কি অবস্থা তা নিয়ে ঘনাচ্ছে আশঙ্কার মেঘ। লকডাউনে মানুষ বাড়িবন্দি। আর সেই সুযোগে কি বাড়ছে চোরাশিকারীদের দৌরাত্ম্য? মধ্যপ্রদেশের জঙ্গলে পর পর বাঘের মৃত্যু সেই আশঙ্কাই উসকে দিচ্ছে। গত কয়েকদিনের লকডাউনের মধ্যে মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচটি বাঘের।
#lockdownextension #about 40 rounds bullets#from#jhargram police line#constable # Binod Kumar.. pic.twitter.com/meXAh4lmeH
— aamarsakal.com (@aamarsakal) April 23, 2020
মধ্যপ্রদেশের বান্ধবগড় ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প এহং রেওয়ার মুকুন্দপুরে মৃত্যু হল আরও দুটি বাঘের। লকডাউন চলাকালীন মধ্যপ্রদেশে মোট পাঁচটি বাঘের মৃত্যু হল। আর গত তিন মাসের মধ্যে মারা গিয়েছে ১২টি বাঘ। বান্ধবগড়ে মৃত পূর্ণবয়স্ক বাঘটি হাতির দলের হামলার শিকার হয়েছে বলে মনে করা হচ্ছে। বাঘটির মৃতদেহও উদ্ধার করা সম্ভব হয়েছে।
বাঘটির মৃতদেহ যেখান থেকে পাওয়া যায়, তার কাছেই এক সপ্তাহ আগে এক কিশোরীর মৃতদেহ উদ্ধার হয়। দশ বছরের বাঘটির মৃত্যু এলাকা দখলের লড়াইয়ে হয়েছে বলে মনে করছেন বনকর্তারা। মুকুন্দপুরের সাদা বাঘ সাফারিতে উদ্ধার হয়েছে আরও একটি সাত বছর বয়সী বাঘের মৃতদেহ।