লকডাউন দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যবসায়ী মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ হ্রাস পেয়েছিল কয়েক শতাংশ। কিন্তু ফেসবুকের সঙ্গে রিলায়েন্স জিওর গাঁটছড়া বাঁধতে মুকেশ আম্বানির সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেল। বর্তমানে এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৪৭০ কোটি মার্কিন ডলার বাড়ল।এখন তাঁর মোট সম্পত্তি হল ৪৯.২ বিলিয়ন মার্কিন ডলার।
Telangana: A lorry carrying sanitisers caught fire at Miyapur bus stop in Hyderabad. “5,000 litres of sanitisers were destroyed. 2 fire tenders reached the spot&fire was doused. No casualties reported”, Venkatesh Shamala, Circle Inspector, Miyapur Police station said. (21.04.20) pic.twitter.com/ccjtKL36Nu
— ANI (@ANI) April 22, 2020
চিনের ধনকুবের জ্যাক মা-কে টপকে গেলেন অম্বানী। তিনি এখন বিশ্বের ১৭-তম ধনী ব্যক্তি। ফেসবুকের সঙ্গে জিও-র এই নয়া চুক্তি অনুযায়ী ৯.৯ শতাংশ শেয়ার কিনেছেন মার্ক জাকারবার্গ। এরফলে ভারতীয় মুদ্রায় মোট চুক্তির পরিমাণ ,৫৭৪ কোটি টাকা।এই চুক্তি ভারতকে বিশ্বের প্রথমসারির ডিজিট্যাল সমাজে পরিণত করার ক্ষেত্রে অনুঘটকের কাজ করবে, বলে জানিয়েছেন মুকেশ আম্বানি।