করোনার দাপটে মোদি-শরণে ট্রাম্প , ভারতের কাছে সাহায্যের আর্জি।

মার্কিন যুক্তরাষ্ট্রে লাফিয়ে বাড়ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। ২ লাখ আক্রান্তের সংখ্যা পেরিয়ে গিয়েছে সেদেশে। এদিকে, ভারতে ৩ হাজার পার করেছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। এমন পরিস্থিতিতে ভারত সরকারের মুখাপেক্ষী মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, ট্রাম্প মোদীর সঙ্গে ফোনে কোভিড ১৯ মোকাবিলা নিয়ে একাধিক আলোচনা করেছেন। অন্যদিকে, করোনার প্রতিরোধে ওষুধ হিসাবে আপাতত যা ব্যবহৃত হচ্ছে, ভারতের কাছে সেই হাইড্রো-অক্সিক্লোরোকুইন চেয়েছেন ট্রাম্প। প্রসঙ্গত, ভারতের বিভিন্ন ওষুধ প্রস্তুতকারক সংস্থার কাছে এই হাইড্রো-অক্সিক্লোরোকুইনের জন্য আমেরিকার দেওয়া বরাত আটকে দিয়েছে মোদী সরকার। সেই জন্যই মোদীকে ফোন করে ওই ওষুধ সরবরাহের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার আর্জি জানান ট্রাম্প।
ট্রাম্প জানান হাইড্রো-অক্সিক্লোরোকুইন ট্যাবলেট তাঁর দেশের প্রয়োজন। সাংবাদাকিদের সঙ্গে সম্মেলনে ট্রাম্পের বক্তব্য ‘আমি নিজেও এই ট্যাবলেট নিতে পারি। আমার চিকিৎসকদের সঙ্গে আলোচনা করতে হবে।’
যেহেতু মালেরিয়া প্রতিষেধক ওষুধ হাইড্রো-অক্সিক্লোরোকুইন ট্যাবলেট কোভিড ১৯ মোকাবিলায় প্রবলভাব ব্যবহৃত হচ্ছে, তাই এই ওষুধ ও তার ফর্মুলেশন দেশের বাইরে যাওয়া থেকে রোখার চেষ্টায় রয়েছে মোদী সরকার। ইতিমধ্যেই মোদী সরকার এই ওষুধের রপ্তানীতে নিষেধাজ্ঞা জারি করেছে। আর মার্কিন যুক্তরাষ্ট্র প্রচুর পরিমাণে এই ট্যাবলেটের অর্ডার ভারতকে দিয়ে রেখেছে।
এর আগে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে যে মোদীর ফোনে আলোচনা হয়েছে তা টুইটারে জানান নরেন্দ্র মোদী। আর সেখানেই তিনি জানিয়েছেন ওই সংকটের সময় কাঁধে কাঁধ মিলিয়ে ভারত ও আমেরিকা পরিস্থিতি মোকাবিলা করবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন