গত ২৪ ঘণ্টায় রাজ্যের আরও চারজনের মৃত্যু হয়েছে। রাজ্যের সরকারি ও বেসরকারি হাসপাতাল মিলিয়ে এই চারজনের মৃত্যু হয়েছে। কিন্তু এই চারজনের মৃত্যু করোনা সংক্রমনে কিনা তা এখনই বলা সম্ভব নয়। কারণ এক্ষত্রে স্বাস্থ্যভবনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে ধরা হবে। যদিও স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে রবিবার দুপুর পৌনে একটা পর্যন্ত এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, শনিবার সকালে নীলরতন সরকার মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় মহেশতলার এক যুবকের। মৃত্যুর পর রিপোর্টে দেখা যায় তাঁর করোনা পজিটিভ। যদিও তিনি হিমোফিলিয়া আক্রান্ত ছিলেন বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে এক রেলকর্মীর। প্রথমে রিপোর্ট কোভিড-১৯ টেস্ট রিপোর্ট নেগেটিভ এসেছিল এই ব্যক্তির। হাসপাতাল থেকে ছুটিও দেওয়া হয়েছিল তাঁকে। কালিম্পংয়ের যে মহিলা করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল কয়েকদিন আগে তাঁর সঙ্গে একই ওয়ার্ডে রাখা হয়েছিল এই রেলকর্মীকে। বাড়ি ফেরার পর ফের অসুস্থ হন তিনি। তখন পরীক্ষা করে করোনা পজিটিভ ধরা পড়ে বলে সূত্রের খবর।
পাশাপাশি শনিবার রাতে পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয়েছে এক মহিলার। তাঁর রিপোর্টও পজিটিভ বলে জানা গিয়েছে। রবিবার সকালে সল্টলেকের আমরি হাসপাতালে মৃত্যু হয়েছে হুগলির শেওড়াফুলির করোনা আক্রান্ত ব্যক্তির। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই রাজ্য স্বাস্থ্য দপ্তরের দেওয়া বুলেটিনের ওপর সিদ্ধান্ত নির্ভর করছে। তারপরই জানা যাবে, এই চারজনের করোনায় মৃত্যু হয়েছে কি! দেশে এপর্যন্ত ৩৫৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এরমধ্যেই ২৭৫ জন সুস্থ হয়েছেন। পিটিআই সুত্রে খবর মৃত্যু হয়েছে ১১০ জনের।