প্রধানমন্ত্রীর অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে দীর্ঘক্ষণ ফোনালাপ।

দেশজুড়ে লকডাউন চললেও প্রতিনিয়ত নতুন করে সংক্রমনের খবর মিলছে দেশের নানা প্রান্ত থেকে। এই খবরে চিন্তিত সার দেশ। এমতাবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী সহ এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনালাপ করেন। সূত্রের খবর, রবিবার সকাল থেকেই দেশের একাধিক রাজনৈতিক নেতা নেত্রী মুখ্যমন্ত্রী ও প্রাক্তন রাষ্ট্রপতিদের সঙ্গে করোনা পরিস্থিতি মোকাবিলা নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। এই ফোনলাপে করোনা মোকাবিলায় পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা হয়। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী ফোনে বহুক্ষণ কথা বলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয় তাঁদের মধ্যে।
পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদব, নবীন পট্টনায়েক, কে চন্দ্রশেখর রাও, এমকে স্তালিন ও প্রকাশ সিং বাদল-সহ নানা নেতাদের ফোন করে করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। আজ রাত নটায় ঘরের আলো নিভিয়ে মোমবাতি জ্বালানোর ডাক দিয়েছেন তিনি। শুক্রবার সকাল ৯টায় জাতির উদ্দেশে দেওয়ায় ভিডিয়ো বার্তায় এই আবেদন করেন প্রধানমন্ত্রী।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন