দেশে করোনায় আক্রান্ত আরও বেড়ে ৩৫৭৭, মৃত ৮৩ ।

টানা লকডাউন সত্বেও ভারতে করোনা সংক্রমণ থামার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। প্রতি ঘণ্টায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ভারতে ৫০৫ জন এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার জেরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৫৭৭ জন। এর মধ্যে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮৩ জনের।
রবিবার দিল্লিতে আরও ৫৮ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫০৩ জন। এদের মধ্যে ৩২০ জন নিজামুদ্দিনের তাবলিঘি জামাতের জমায়েতে যোগ দিয়েছিলেন বলে রাজ্য সরকার জানিয়েছে। রাজস্থানে আরও ৪৭ জন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে। যার ফলে সে রাজ্যে এখনও পর্যন্ত মোট ২৫৩ জন এই মারণ ভাইরাসের শিকার হলেন।
তামিলনাড়ুতে এখনও পর্যন্ত ৫৭১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৫২২ জন দিল্লির বিতর্কিত ধর্মীয় জমায়েতে গিয়েছিলেন বলে রাজ্যের স্বাস্থ্যসচিব সাংবাদিক বৈঠকে জানিয়েছেন।
রাজ্যগুলির মধ্যে মহারাষ্ট্রের পরিস্থিতি সবথেকে খারাপ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১১৩ জন বেড়ে ৭৪৮ হয়েছে। এর মধ্যে মুম্বইয়ের অবস্থা ভয়াবহ। শহরে এখনও পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৪৩৩ জন। এ দিন নতুন করে আরও ৮ জনের মৃত্যু জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩০। মুম্বইয়ে লকডাউনের মেয়াদ ১৪ এপ্রিলের পরেও বৃদ্ধি করা হতে পারে বলে মনে করা হচ্ছে।
করোনাভাইরাস মোকাবিলায় সবরকম ভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ বার তিনি এ নিয়ে আলোচনা করতে ফোন করলেন প্রাক্তন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের। কথা বললেন কংগ্রেসে কার্যনির্বাহী সভানেত্রী সোনিয়া গান্ধী ও বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ও নানা রাজনৈতিক নেতাদের সঙ্গে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন