মুদিখানায় ৭ হাজার টাকায় বিল কাটল ৯ লক্ষ, কিন্তু লাভ হল ক্রেতার।

নিক ব্লানুশা নামে এক মার্কিন নাগরিক মুদিখানা কিছু টুকিটাকি জিনিস কিনতে গিয়েছিলাম কেনাকাটি পর বিল হয় 7000 টাকা দামের বাড়ি চলে আসেন কিন্তু তার মাথায় আকাশ ভেঙে পড়ে কারণ তিনি দেখেন মুদিখানার ওই কেনাকাটা করতে গিয়ে ব্যাংক একাউন্ট পুরো ফাঁকা হয়ে গিয়েছে মুদিখানার অর্থ কেটে নিয়েছে। এরপর অসহায় নিক আবার ওই স্টোরে ছুটে যান ও দোকান মালিককে সবকিছু জানান। নিক জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে উধাও ১১ হাজার ৫৫২ মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় আট লক্ষ ৮০ হাজার টাকা)।

সেই টাকা কাটা হয়েছে ওই মুদিখানার দোকান থেকেই। নিজেদের ভুল বুঝতে পেরে দোকানের ম্যানেজার নিককে আশ্বাস্ত করেন এবং আড়াইশো ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯ হাজার হাজার টাকা) সেই মুহূর্তে দেওয়া হয় নিককে। পাশাপাশি বলা হয় কয়েকদিনের মধ্যেই নিক পুরো অর্থ অ্যাকাউন্টে ফেরত পাবেন। এরপর পুরো টাকাই ফেরত দেওয়া হয় নিককে। এমনকি, জিনিসপত্রের দাম হিসেবে যে বিল হয়েছিল তাও তাঁকে আর দিতে হয়নি। সেইসঙ্গে অতিরিক্ত আড়াইশো ডলার নিকের উপরি পাওনা হয়। বলা যেতে পারে আখেরে লাভ হল ক্রেতার।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন