এলাকার প্রায় এক হাজার মানুষকে বাঁচার রসদ তুলে দিলেন লেকটাউনের কাউন্সিলর।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দিনে দিনে প্রাণ হারানোর সংখ্যা বেড়েই চলেছে। এদিকে, এই ভাইরাস রুখতে লকডাউনে গৃহবন্দি থেকে আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষগুলোর বাঁচার রসদ ক্রমে আসছে। এবার সে সকল মানুষগুলির পাশে এসে দাঁড়ালো লেকটাউনের কাউন্সিলর। এলাকার প্রায় এক হাজার মানুষকে বাঁচার রসদ তুলে দিলেন মানবিক কাউন্সিলর। বুধবার এলাকার রিক্সা চালক, ভ্যান চালক, বাস চালক, হকার, ফুটপাটবাসি সহ আৰ্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষগুলি যাতে এই গভীর সংকটময় অবস্থায় নিজেদের বাঁচিয়ে রাখতে পারেন তারই ব্যবস্থা করেন দক্ষিণ দমদম পুরসভার কাউন্সিলর মানসরঞ্জন রায়। এ দিন তিনি প্রায় হাজার জন মানুষের হাতে চাল, ডাল, আলু তুলে দেন। পাশাপাশি এখনও যে সকল মানুষ এই মারণ ভাইরাস রুখতে ও ছড়িয়ে পড়া আটকাতে প্রাথমিক মাক্সটুকু পাননি তাদের সেই মাক্সও তুলে দেন। এ দিন কাউন্সিলর সরকারি নিয়ম মেনে মোট সাত জন দলীয় কর্মী সমর্থক নিয়ে হাজার জন মানুষের মধ্যে তিন কিলো চাল, এক কিলো করে ডাল ও আলু তুলে দেন। সম্পূর্ণ সোশ্যাল ডিস্টেন্স মেনে এই কাজ চলে সকাল ন’টা থেকে। এর আগেও এই গভীর সংকটময় পরিস্থিতিতে আৰ্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষগুলির পাশে মানবিক এই কাউন্সিলর। এমনকি নিজের প্রাপ্ত কাউন্সিলর ভাতাও দান করেছেন রাজ্য সরকারের এমার্জেন্সি রিলিফ ফাণ্ডে। কাউন্সিলর মানসরঞ্জন রায় জানান, তিনি এমন একটি দল করেন যারা নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর জন্য তিনি গর্বিত। শুধু তিনি নয় মুখ্যমন্ত্রী যে ভাবে এই দুর্যোগে কাজ করে চলেছেন তার জন্য সমস্ত রাজ্যবাসী গর্বিত। মুখ্যমন্ত্রীর নির্দেশেই তিনি এই কাজ করে চলেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন