নোভেল করোনার দূর্যোগ মোকাবিলায় LICI-এর অবসরপ্রাপ্ত Development Officer খড়্গপুরের ইন্দার বাসিন্দা শ্রদ্ধেয় গৌরহরি কর মহোদয় তাঁর সঞ্চিত অর্থ থেকে

জেলা পরিষদের সহকারী সভাধিপতি অজিত মাইতি ও গুরুত্বপূর্ণ কর্মাধ্যক্ষ নির্মল ঘোষের উপস্থিতিতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক ও সমাহর্তের কার্য্যালয়ে জেলা শাসক ডা. রশ্মি কমল-এর হাতে ৫,০০০০০.০০ (পাঁচ লক্ষ) টাকা র চেক তুলে দিলেন এবং বিপদ মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য সর্বস্তরের মানুষকে উদার হস্তে সামর্থ্য অনুযায়ী এগিয়ে এসে দান করার আহ্বান জানালেন।