আগামীকাল সকাল ৯টায় দেশের উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ।

দেশে ২১ দিনের লকডাউন চলছে।কিন্তু দেশে লকডাউনের মধ্যেও করোনা আক্রান্তের সংখ্যাও বেড়েছে। সেজন্যই দেশবাসীর উদ্দেশ্যে পুনরায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা ২০০০ এর কাছে। পাশাপাশি মৃতের সংখ্যা বেড়ে ৫০ পেরিয়েছে। এমন অবস্থায় প্রধানমন্ত্রী দেশের উদ্দেশ্যে কী বলেন, সকলের নজর সেদিকেই! বৃহস্পতিবার টুইট করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। তবে এতদিন যেমন রাত ৮ টায় ভাষণ দিতেন

 

, তার পরিবর্তে সকাল ৯ টায় ভাষণ দেবেন। বৃহস্পতিবার টুইটে জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ‘আগামীকাল সকাল ৯টায়, দেশবাসীর উদ্দেশে একটি ভিডিয়ো বার্তা দেব।’ প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ রুখতে গত ২৪ মার্চ দেশে তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এরপর একাধিকবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবার আগামীকাল কি ভাষণ দেবেন, সেদিকেই নজর সকলের।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন