করোনা মোকাবিলায় পিএম ফান্ডে এক কোটি অনুদান খড়্গপুর আইআইটি-র ।

এবার করোনা মোকাবিলায় অর্থ সাহায্য করল খড়্গপুর আইআইটি-র। প্রসঙ্গে আইআইটি খড়গপুর অধিকর্তা ভিরেন্দ্র তিওয়ারি বলেন, “আমরা সবার কাছে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে করোনা মোকাবিলার জন্য আর্থিক অনুদানের আবেদন জানিয়েছিলাম। এটা দেখে খুবই ভালো লাগছে আইআইটি খড়গপুর সবাই তাঁদের একদিনের বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে দিয়েছেন। আমরা এই অনুদান দেওয়ার কথা কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের কাছে জানিয়েছি।” করোনা মোকাবিলায় পিএম কেয়ারস ফান্ডে মোট এক কোটি টাকা আর্থিক অনুদান দিল আইআইটি খড়গপুর কর্তৃপক্ষ। মূলত অধ্যাপক অধ্যাপিকা আধিকারিক ও শিক্ষাকর্মীদের একদিনের বেতন মিলিয়ে এই টাকা অনুদান দেওয়া হয়েছে। বুধবারই অনুদান দেওয়ার কথা আইআইটি খড়্গপুরের তরফে জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আহ্বানে এই অনুদান দাবি কর্তৃপক্ষের। পাশাপাশি আইআইটি খড়গপুর তরফে মার্কিন যুক্তরাষ্ট্রে থাকা প্রাক্তনীদের কাছে একটি আপৎকালীন তহবিল তৈরি করেছে। এই তহবিল থেকে ছয় মাসের জন্য যাতে ক্যাম্পাসের ভেতরে এবং বাইরে আর্থিকভাবে দুর্বলরা আছেন তাদের সাহায্য করা হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন