পশ্চিমবঙ্গে কোয়ারানটিনে ১৭৭ তাবলিঘি, জানালেন মুখ্যমন্ত্রী
রাজ্যের অন্য জেলার তুলনায় বীরভূমের আশাকর্মীরা ভালো কাজ করছেন বলে জানালেন মুখ্যমন্ত্রীর পরামর্শদাতা চিকিৎসকদের অন্যতম অভিজিৎ চৌধুরী। তিনি বলেন, ‘বীরভূমের আশাকর্মী ও সিভিক ভলান্টিয়াররা যে কাজ করছেন তা সত্যিই প্রশংসনীয়। অন্য জেলাগুলো যাতে বীরভূমের মতো কাজ করতে পারে সেই পরামর্শ রাজ্য সরকারের কাছে পৌঁছে দেব।’
এদিকে জানা গিয়েছে, হাওড়া জেলা হাসপাতালের সুপার করোনাভাইরাসে আক্রান্ত। তাঁকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে।