এই মুহূর্তে বেসরকারি স্কুলে বেতন বৃদ্ধি করা যাবে না ,জানিয়েছেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

লকডাউন পরিস্থিতির আঁচ সব প্রতিষ্ঠানেই পড়েছে। কিন্তু এই পরিস্থিতিতেও কলকাতার বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান টিউশন ফ্রি বৃদ্ধি করেছে বলে অভিযোগ উঠেছে। কিন্তু এই মুহূর্তে কোনও শিক্ষা প্রতিষ্ঠানেই বেতন বৃদ্ধি করা যাবে না বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অভিযোগ অনুসারে রাজ্যের বেসরকারি স্কুলগুলোর বেতনবৃদ্ধি বিষয়ে কড়া সিদ্ধান্ত নিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনাভাইরাস মোকাবিলার পরিস্থিতির মধ্যেই রাজ্যের কয়েকটি বেসরকারি স্কুল টিউশন ফি বৃদ্ধি করেছে বলে অভিযোগ উঠেছিল কয়েক দিন ধরে। নাম না করে ভিডিও বার্তার মাধ্যমে সেই বেসরকারি স্কুলগুলোর বিরুদ্ধে কড়া মনোভাবের কথা জানালেন শিক্ষা মন্ত্রী। ভিডিও বার্তা মারফত তিনি বলেছেন ” এই রকম পরিস্থিতির মধ্যেও বেশ কয়েকটি বেসরকারি স্কুল টিউশন ফি বৃদ্ধি করেছে বলে আমাদের কাছে অভিভাবকরা অভিযোগ জানিয়েছেন। রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর মাধ্যমে আমরা অনুরোধ জানাচ্ছি আপনারা এগুলো করবেন না।”প্রসঙ্গে তিনি বলেন ” করোনা ভাইরাস এর জন্য আর্থিক কারণে যারা বেতন দিতে সমস্যার মধ্যে পড়বেন তাদের বিষয়গুলিও যেন মানবিকভাবে দেখা হয়।”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন