রাজ্যে এপর্যন্ত ত্রাণ তহবিলে সর্বোচ্চ অর্থ সাহায্য করেছেন পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি মোট 1 কোটি 60 লক্ষ টাকা দিয়েছেন। এরপরেও রাজ্যের পাঁচ জেলায় এক লক্ষ পরিবারকে পাঁচ দিনের রেশন দিয়ে সাহায্য করলেন পরিবহনমন্ত্রী তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। প্রথমে ত্রাণ যাবে ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায়। এরপর বৃহস্পতিবার ত্রাণ যাবে মালদা ও
করোনা মোকাবিলায় নিউইয়র্ক পেল নৌ-সেনার জাহাজ হাসপাতাল ।মৃতের সংখ্যা ছাড়াল ৩ হাজার।
মুর্শিদাবাদে এই ত্রাণ বিলি করা হবে। প্রসঙ্গত, ত্রাণের প্যাকেটে কোনরকম তৃণমূলের লোগো ব্যবহার করা হয়নি। জানা গেছে, প্রত্যেক পরিবার পিছু পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, পাঁচ কেজি মুড়ি, প্যাকেট বিস্কুট এবং দু’কেজি আলু দেওয়া হবে। প্রথমে ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পশ্চিম মেদিনীপুর জেলায় এবং পরে মালদা ও মুর্শিদাবাদে এই ত্রাণ বিলি করা হবে। ইতিপূর্বে হলদিয়ায় এলপিজি ট্রাক ড্রাইভারদের দু’বেলা খাবারের ব্যবস্থাও করেও অনন্য নজির সৃষ্টি করেছিলেন পরিবহনমন্ত্রী। আবারও এক লক্ষ পরিবারের দিকে তিনি মানবিক সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন।