রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় রাজ্যের পাওনা টাকা কেন্দ্রের থেকে চাইলেন মুখ্যমন্ত্রী ।

রাজ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজন অর্থ ও ত্রাণ। সেজন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই সকল হিতৈষীর কাছে সাহায্য চেয়েছিলেন। সকলের সাধ্য মত ত্রাণ তহবিলে অর্থ দানের কথা জানান তিনি। কিন্তু এপর্যন্ত যে অর্থ মিলেছে, তা কখনোই পর্যাপ্ত নয়। এজন্য কেন্দ্রের কাছে ২৫০০০ কোটি টাকা অনুদান চাইলেন মুখ্যমন্ত্রী। যদিও এরাজ্যের মোট পাওনা ৩৬০০০ কোটি টাকা। কিন্তু এই পরিস্থিতিতে আপাতত ২৫ ০০০ কোটি টাকা কেন্দ্রের কাছে চাইলেন মুখ্যমন্ত্রী। তিনি এনিয়ে কেন্দ্রকে চিঠি লিখে জানিয়েছেন, ‘লকডাউনের জেরে অন্যান্য রাজ্যের মতো আমরাও অর্থনৈতিক নিরিখে

উদ্বেগ বাড়িয়ে সারা বিশ্বে করোনায় মৃত্যু ৩৭ হাজার !

সমস্যায় রয়েছি। রাজস্ব আদায় বন্ধ। রাজ্যে ব্যবসা হচ্ছে না। এর মধ্যে থেকেও সরকার কর্মচারীদের বেতন ও পেনশনের ব্যবস্থা করা হয়েছে। অন্যান্য রাজ্য যখন সরকারি কর্মীদের বেতন কমাচ্ছে, সেখানে এখনও এ রাজ্য সেই পথে হাঁটেনি। রাজ্যের ৩৬ হাজার কোটি টাকা পাওনাও রয়েছে কেন্দ্রের কাছে।’তাঁর কথায়, ‘গোটা দেশেই করোনা পরিস্থিতি ঘোরাল হচ্ছে। এই সময় পাওনা টাকা পেলে তা নানা খাতে খরচ করা যেতে পারে।’ ইতিপূর্বেও রাজ্যে বন্যা ও ঘূর্ণিঝড়ের ক্ষতিপূরণবাবদ ১০৯০.৬৮ কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাই কেন্দ্রের তরফে যদি এই ত্রাণ মেলে, তাহলে রাজ্যে এই পরিস্থিতিতে অনেকটাই সুরাহা মিলবে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন