লকডাউনে মদের অমিল, মদের বদলে হোমিওপ্যাথি ওষুধ খেয়ে মারিশদায় মৃত ২।

কাঁথিঃবর্তমান করোনা পরিস্থিতিতে রাজ‍্য জুড়ে চলছে লকডাউন। এমন পরিস্থিতিতে বন্ধ রয়েছে সমস্ত দোকানপাট। বন্ধ সমস্ত মদের দোকান গুলিও। এমন পরিস্থিতিতে মদ না পেয়ে অতিরিক্ত পরিমাণ হোমিওপ্যাথি ওষুধ খেয়ে পূর্ব মেদিনীপুর জেলার মারিশদায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনায় অসুস্থ আরো দুই যুবক। জানা গিয়েছে মৃত দুই যুবকের নাম ভরত দাস(৩৩), পঙ্কজ দাস(৪১)। অন্যদিকে অসুস্থ দুই যুবকের নাম গৌতম দাস(৩৭) ও গঙ্গু দাস(৩০)।
গত কয়েক সপ্তাহ ধরে লকডাউন চলায় গোটা কাঁথি মহকুমার বিস্তীর্ণ এলাকার মদ দোকানগুলো বন্ধ রয়েছে। এমন পরিস্থিতিতে ফেসাদে পড়ছে মদ‍্যপানে আসক্ত ব‍্যাক্তিরা। তাই শেষ পর্যন্ত মদ না পেয়ে অ্যালকোহল যুক্ত হোমিওপ্যাথি ঔষধকে বেছে নেয় পূর্ব মেদিনীপুর জেলার মারিশদা থানার অন্তর্গত শিল্লিবাড়ি এলাকার ওই যুবকরা। গত কয়েকদিন মদ না পেয়ে একেবারে মরিয়া হয়ে উঠেছিল ওই যুবকরা। শেষ পর্যন্ত স্থানীয় এক হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে নেশার জন্য অ্যালকোহল যুক্ত হোমিওপ্যাথি ঔষধ কেনে তারা। আর সেই ওষুধ একেবারে অতিরিক্ত পরিমাণে খেয়ে নেয় তারা। আর এর ফলে হিতে বিপরীত হয়। হোমিওপ্যাথি ওষুধের অতিরিক্ত ডোজ শরীরে প্রবেশ করে প্রভাব পড়তে শুরু করে শরীরের মধ্যে। গত শুক্রবার তারা এই হোমিওপ্যাথি ঔষধ সেবন করে। এরপর ঐদিন রাত থেকেই ব্যাপকভাবে অসুস্থতা বোধ করে তারা। শনিবার সকালে পরিবারের লোকজনরা তাদের কাঁথি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এরপর চিকিৎসকরা প্রথমে ভরতকে মৃত বলে ঘোষণা করে এবং বাকিদের চিকিৎসা শুরু করে। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে পঙ্কজের। শেষ পর্যন্ত শনিবার সন্ধ্যায় মৃত্যু হয় পঙ্কজের। তবে বাকিদের এখনো চিকিৎসা চলছে। ইতিমধ্যে পুলিশ মৃতদের গ্রামে গিয়ে কয়েকটি অ্যালকোহলের শিশি উদ্ধার করেছে। তোমার মৃত্যুর পেছনে প্রকৃত কি কারণ তা এখনও অস্পষ্ট পুলিশের কাছে। তবে ইতিমধ্যে বিভিন্ন মহলের দাবি উঠছে তারা যে ঔষধ খেয়ে ছিল তা এক্সপায়ার করে গিয়েছিল। আর তাই এই ধরনের মৃত্যু। এমন পরিস্থিতিতে তদন্ত শুরু করেছে মারিশদা থানার পুলিশ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন