মহিষাদল থানার পুলিশের উদ‍্যোগে আজ পেট ভরলো পথ কুকুরদের।

মহিষাদলঃ কুকুর! অনেকে মন্দ কাউকে গালমন্দ করতে এই কথাটি ব্যবহার করেন। কিন্তু আদতে কুকুর একটি প্রভুভক্ত অবলা প্রাণীর নাম। বর্তমান দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় করুণ পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে এই অবলা প্রাণীদের। দোকানপাট থেকে যান চলাচল সমস্ত কিছু একেবারে বন্ধ। ফলে অভুক্ত অবস্থায় দিন কাটছে রাস্তার পথ কুকুরদের। এমন পরিস্থিতিতে এবার অভুক্ত পথ কুকুরদের মুখে খাদ্য তুলে দিয়ে নজির গড়লো পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার পুলিশ। রবিবার সন্ধ্যায় মহিষাদল থানা এলাকার বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশ কুকুরদের মুখে খাদ্য তুলে দেয়।
গত কয়েক বছর আগে এন আর এসে কুকুর হত্যাকাণ্ড নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় ছুটে গিয়েছিল। এর বিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছিল রাজ্য প্রশাসন। আর এবার সেই কুকুরদের মুখে খাদ্য তুলে দিয়ে নজির করল পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল থানার পুলিশ। এদিন সন্ধ্যায় মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাসের নেতৃত্বে স্থানীয় প্রায় আড়াইশো কুকুরের মুখে খাদ্য তুলে দেওয়া হয়। মহিষাদল থানার ওসি পার্থ বিশ্বাস বলেন, “আজ আমরা মহিষাদল থানা এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পথ কুকুরদের মুখে খাদ‍্য তুলে দিলাম। আগামী দিনেও আমরা এভাবে কাজ করার চেষ্টা করবো”

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন