করোনার খবর প্রকাশ করার পর নিখোঁজ ছিলেন, অবশেষে খোঁজ মিলল চিনা সাংবদিকের।

চিনের যে কয়েকজন করোনা ভাইরাস নিয়ে বিশ্বের সকলকে সচেতন করেছিলেন, লি জেহুয়া তাদের মধ্যে একজন। তিনি সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত। আর সেই কারণেই হয়ত সত্যি কথা বলতে পিছ পা হন না লি জেহুয়া। কিন্তু করোনা ভাইরাসের ভয়াবহতা নিয়ে মুখ খোলায় প্রায় দুই মাস নিরুদ্দেশ ছিলেন। এতদিন পরে তার খোঁজ মিলল। তবে নিখোঁজ হওয়ার আগে তিনি একবার জানিয়েছিলেন, খবর প্রকাশ করার পর থেকে একটা সাদা রঙের এসইউভি তাঁকে ফলো করে। জেহুয়া যেখানেই যান সেখানেই ওই সাদা গাড়ি দেখতে পান।

 

২৬ ফেব্রুয়ারি জেহুয়া আরও একটি খবর প্রকাশ করেন। তিনি বলেন, পুলিস তাঁকে ধাওয়া করেছে। তার পর থেকে তিনি নিখোঁজ। তাঁকে আটক করা হয়েছে বলে কেউ কেউ আন্দাজ করেছিলেন। কিন্তু জেহুয়ার কোনও হদিশ পাওয়া যাচ্ছিল না। দুমাস পর জেহুয়া নিজেই জানালেন, এতদিন তিনি কোথায় ছিলেন! তিনি জানান, হুবেই প্রদেশের কোনও এক জায়গা থেকে তাঁকে আটক করা হয়েছিল। এর পর উহানেই কোয়ারেন্টিনে ছিলেন তিনি। স্পর্শকাতর অঞ্চলে থাকায় তাঁকে দীর্ঘদিন কোয়ারেন্টিনে থাকার জন্য বলেছিল স্থানীয় প্রশাসন। যদিও জেহুয়ার দেওয়া এই তথ্য সম্পূর্ণ সত্যি নয় বলে দাবি করেছেনচিনা সংবাদমাধ্যমের অনেকে।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন