বুধবার দিন সকালে মৃত্যু হয় বেলঘড়িয়ার রোল বিক্রেতার।ডায়ালিসিস চলছিল তার।

দিন সকালেই মৃত্যু হয় বেলঘোড়িয়ার রোল বিক্রেতার। বছর ৫৭ -র ওই প্রৌঢ়ের একটি বেসরকারি হাসপাতালে গত ২ দিন ধরে চিকিৎসা চলছিল। আজ সকালেই তার মৃত্যু হয়। ওই প্রৌঢ়ের শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে ও আজ সকালে মৃত্যু হয়। প্রসঙ্গত, কয়েকদিন আগে ওই প্রৌঢ় জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে বেলঘরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন, তাঁর গত আড়াই মাস কোথাও বেড়াতে যাওয়া বা বিদেশ যাত্রার রেকর্ড নেই। জানা গিয়েছে, ওই ব্যক্তি রথতলা মোড়ে রোল বিক্রি করতেন। অবশ্য ওই হাসপাতালে তাঁর ডাইলিসিসও চলত।

এক লক্ষ পরিবারকে পাঁচ দিনের রেশন দিলেন পরিবহণ ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী।

আর এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, ওই ব্যক্তির কিভাবে সংক্রমণ ঘটল? এছাড়াও যে প্রশ্ন উঠে আসছে, তাঁর সংস্পর্শে কারা এসেছিলেন? অবশ্য ওই রোল বিক্রেতার পরিবারকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রসঙ্গত, ওই রোল বিক্রেতার বয়স ৫৭। গত ২৬ তারিখ থেকে তিনি অসুস্থ ছিলেন। কিন্তু ওই ব্যক্তির অবস্থা ক্রমশ অবনতি হতে থাকায় ৩০ মার্চ তাঁর রক্তের নমুনা পাঠানো হয় নাইসেডে। তারপর রিপোর্ট আসতে জানা যায় ওই প্রৌঢ় করোনায় আক্রান্ত।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন