সংকটে দেশের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রীর মা, দান করলেন ২৫ হাজার ।

সংকটে দেশের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রীর মা, দান করলেন ২৫ হাজার ।দেশকে করোনার কবল থেকে বাঁচাতে সব রকম চেষ্টা করে যাচ্ছে সরকার। নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রচেষ্টায় ছেলের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন। করোনা মোকাবিলায় নিজের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিতে নিজের সঞ্চিত অর্থ থেকে ২৫ হাজার টাকা দান করলেন PM Cares ফান্ডে।

মুখ্যমন্ত্রীর সবুজ সংকেতে সিপিএম বিধায়কের দেহ ফিরল রাজ্যে ।

হীরাবেন-এর এই অর্থ সাহায্যের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ মোদী। তিনি জানান, ‘এর আগেও মা এমন সাহায্য করেছেন। জম্মু-কাশ্মীর ভয়াবহ বন্যায় ত্রাণ তহবিলে ৫ হাজার টাকা নিজের সঞ্চয় থেকে দান করেছিলেন। এবার তিনি ২৫ হাজার টাকা দিলেন। বহু বছর ধরে তিল তিল করে এই টাকা জমিয়েছিলেন তিনি।’ প্রসঙ্গত, পঙ্কজ মোদীর সঙ্গে গান্ধীনগরের কাছে রায়সান গ্রামে থাকেন প্রধানমন্ত্রীর মা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন