লকডাউনের জেরে দূষণ কমে জলন্ধর শহর থেকে ২১৩ কিমি দূরের পাহাড় দৃশ্যমান ।

গত ২৪ মার্চ থেকে সারা দেশ জুড়ে চলছে ২১ দিনের লকডাউন। এই লকডাউনের জেরে বন্ধ কলকারখানা, যানবাহন। আর এর ফলে পরিবেশ দূষণ কমে গেছে অনেকটা। ফলে ধুলো ঢাকা আকাশের বদলে নীল আকাশ প্রায় প্রতিটি শহরেই মনোরম হয়ে উঠেছে। কিন্তু হিমাচলপ্রদেশের জলন্ধর শহরের বাসিন্দারা এই সময়ে যা চাক্ষুষ করলেন, সাম্প্রতিক অতীতে কেউ দেখেছিলেন কি তা মনে করতে পারছেন না। কারণ লকডাউনের কারণে জলন্ধর শহরের থেকে ২১৩ কিমি দূরে ধৌলাধরের পাহাড়গুলি পরিষ্কার দেখা যাচ্ছে। অনেকেই এই সুযোগ হাতছাড়া করতে চাননি। আর তাই এই দৃশ্যের ছবি বা ভিডিও করে রেখেছেন তারা। বেশকিছু প্রবীণ ব্যক্তি জানিয়েছেন, এই প্রজন্ম এমন দৃশ্য দেখার সুযোগ আগে পায়নি। প্রায় একশো বছর আগে জলন্ধর শহর থেকে ওই পাহাড়ের চূড়াগুলি দেখা যেত।

লকডাউনে পরিবেশ দূষণ অনেক কম, নীল আকাশ ! শোনা যাচ্ছে পাখির ডাক !!!

লকডাউনে বায়ু দূষণ কমে যাওয়ায় এত দূরে থাকা পাহাড়গুলি স্পষ্টভাবে দেখা যাচ্ছে শহর থেকেই। জলন্ধর এর বাসিন্দারা এমন দৃশ্য দেখে নিজেরাই অবাক। কারণ তাঁদের শহর থেকে ধৌলাধরের পাহাড়গুলির দূরত্ব নেহাতই কম নয়। পুরো ঘটনাটি হিমাচল পর্যটন টুইট করে জানিয়েছে। জানা গিয়েছে, দিল্লিসহ দেশের ৯০ টিরও বেশি শহরে বর্তমানে বায়ু দূষণের মাত্রা অনেকটাই কম। লকডাউনে এই প্রাপ্তিটাই সেরা বলে মনে করছেন জলন্ধরের বাসিন্দারা।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন