সংক্রামিত ব্যক্তির কাছাকাছি না গেলে মাস্ক পরার প্রয়োজন নেই বলেই এতদিন স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে। সেই নির্দেশ থেকে সরে এসে এখন থেকে সবাইকেই বাড়ির বাইরে বেরোলেই মাস্ক পরার নির্দেশ দিল কেন্দ্র। তবে প্রয়োজনে সার্জিক্যাল মাস্কের বদলে ঘরে তৈরি মাস্ক পরলেই হবে বলে জানানো হয়েছে।
ঘরে তৈরি পুনর্ব্যবহারযোগ্য মাস্ক এবার থেকে বাড়ির বাইরে বেরোলে পরতেই হবে। নয়া নির্দেশিকায় এই কথা জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় যাদের বাস, তাঁদের বাইরে বেরোলেই মাস্ক পরার ওপরে জোর দেওয়া হয়েছে নির্দেশিকায়।
এই ধরনের মাস্ক একজনেরটা অন্যজন ব্যবহার করতে পারবে না বলেও জানানো হয়েছে। বাড়ির প্রত্যেক সদস্যের জন্য ঘরেই দুটো করে কাপড়ের মাস্ক বানিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্র। প্রতিবার মাস্ক ব্যবহারের পর ভালো করে কেচে রোদে শুকিয়ে নিতেও বলা হয়েছে।