জ্বলছে শুশুনিয়া, আগুন নেভাতে হাত লাগিয়েছেন স্থানীয়রাও।বুধবার রাত থেকে ১২ ঘন্টা ধরে জ্বলছে পুরুলিয়ার শুশুনিয়া পাহাড়ের একাংশ। স্থানীয়রাই প্রথমে আগুন দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলবাহিনী। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। এই ঘটনায় আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা। জানা গিয়েছে, মঙ্গলবার রাত ১০টার পর শুশুনিয়ার একাংশে আগুন জ্বলতে দেখা যায়। প্রায় ১২ ঘন্টা ধরে পাহাড়ের গাছপালা-শুকনো পাতা দাউ দাউ করে জ্বলছে। পরিবেশবিদদের আশংকা, এই আগুনের দাপটে পাহাড়ের পোকামাকড়, শিয়াল, বাদুরের মতো জীবজন্তুর মৃত্যু হতে পারে। অবিলম্বে এই আগুন নেভানোর কাজ শেষ করতে হবে, নাহলে চরম বিপদ ঘটতে পারে বলে আশংকা করেছেন তাঁরা।
স্থানীয়দের মতে, পাহাড়ের এমন উঁচুতে আগুন লেগেছে, যেখানে দমকলবাহিনীদের কাজ করা কঠিন। তবুও দমকলবাহিনী পরিশ্রম করে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। তবে আগুন নেভাতে সক্ষম হয়নি তারা। হাত লাগিয়েছেন স্থানীয়রাও। রয়েছেন বন দফতরের কর্মীরাও। তবে আগুনের দাপট কমেনি এখনও। ফলে গ্রামবাসীদের ঘর গ্রাস করতে পারে বিধ্বংসী আগুন, সেই আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।