সংবাদমাধ্যমে বিজ্ঞাপন আপাতত বন্ধ রেখে ছাড় দেওয়া হোক কোভিড-১৯ ও স্বাস্থ্য সংক্রান্ত বিজ্ঞাপনে।

খরচ কমানোর জন্য কেন্দ্রকে সনিয়ার টিপস, সমালোচনায় মুখর সংবাদমহল
প্রবল বিতর্ক তৈরি হল কংগ্রেস সভানেত্রীর প্রস্তাব ঘিরে। নরেন্দ্র মোদীকে লেখা চিঠিতে সনিয়ার প্রথম পরামর্শ, ‘বছরে বিভিন্ন সংবাদমাধ্যমে বিজ্ঞাপন দিতে ১২৫০ কোটি টাকা খরচ করে কেন্দ্রীয় সরকার, আপাতত তা বন্ধ রাখা হোক। শুধুমাত্র ছাড় দেওয়া হোক কোভিড-১৯ এবং স্বাস্থ্য সংক্রান্ত বিজ্ঞাপনকে।’ এই প্রস্তাবের তীব্র প্রতিবাদ জানিয়েছে নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (এনবিএ)। তাদের বক্তব্য, ‘সংবাদমাধ্যমের কর্মীরা যখন জীবনের ঝুঁকি নিয়ে তাঁদের কর্তব্য পালন করছেন, স্বাস্থ্য বিপর্যয়ের সমস্ত খবর মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, তখন কংগ্রেস সভানেত্রীর এ ধরনের মন্তব্য তাঁদের মনোবল ভেঙে দিতে পারে।’ সাম্প্রতিককালে দেশে মিডিয়াকে কী ধরনের সঙ্কটের মধ্যে দিয়ে যেতে হচ্ছে তার প্রসঙ্গ টেনে এনবিএ-র বিবৃতিতে লেখা হয়েছে, ‘মন্দার জেরে আগে থেকেই ইলেকট্রনিক মিডিয়ায় বিজ্ঞাপন থেকে হওয়া আয় কমেছে, তার উপর লকডাউনে ব্যবসা-বাণিজ্য বন্ধ হওয়ায় আরও বড় আর্থিক ধাক্কার মুখে এই শিল্প। এমন অবস্থায় খবরের চ্যানেলগুলিকে তাদের সাংবাদিক এবং কর্মীদের সুরক্ষার জন্য বিপুল খরচ করতে হচ্ছে। এই পরিস্থিতিতে বিজ্ঞাপন পুরোপুরি বন্ধ করে দেওয়ার এমন পরামর্শ শুধুমাত্র সময়ের অনুপযোগীই নয়, খামখেয়ালিও বটে।’ কংগ্রেস সভানেত্রীকে তাঁর এই পরামর্শ ফিরিয়ে নেওয়ার অনুরোধ করেছে এনবিএ।
মন্ত্রী, সাংসদদের বেতন ৩০ শতাংশ ছাঁটার যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে, এ দিন তাকে সমর্থন করে কংগ্রেস সভানেত্রী লিখেছেন, ‘কৃচ্ছ্রসাধন করে করোনা মোকাবিলার জন্য অর্থ জোগাড় করাই এখন একমাত্র উপায়।’
সনিয়ার আরও পরামর্শ, সংসদ ভবন চত্বরে ২০ হাজার কোটি টাকার সৌন্দর্যায়ন প্রকল্প বাতিল করা হোক। তাঁর বক্তব্য, ‘এই অর্থ হাসপাতাল, চিকিৎসা পরিকাঠামো এবং আরও বেশি করে পিপিই পোশাক তৈরিতে খরচ করা যেতে পারে।’ চিঠিতে নরেন্দ্র মোদীর উদ্দেশে সনিয়ার মন্তব্য, ‘বর্তমানে যে ঐতিহাসিক বিল্ডিং রয়েছে, সেখান থেকে সংসদের কাজ চলায় কোনও অসুবিধা হওয়ার কথা নয়।’
বেতন, পেনশন এবং জরুরি কয়েকটি ক্ষেত্র বাদ দিয়ে বাজেট বরাদ্দও ৩০ শতাংশ কমানোর পরামর্শ দিয়েছেন সনিয়া। তাঁর বক্তব্য, ‘এর ফলে বছরে আড়াই লক্ষ কোটি টাকা বাঁচবে, সেই অর্থ পরিযায়ী শ্রমিক, কৃষক এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য খরচ করা যেতে পারে।’

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন