উত্তর পূর্ব ভারত সহ রাজধানী দিল্লিতে ভূমিকম্প অনুভূত, আতঙ্কে দিল্লিবাসী ।

লকডাউনের মধ্যেই কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত সহ রাজধানী দিল্লি। রাজধানী দিল্লিতে এদিন কম্পন অনুভূত হলে সকলেই বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসেন। একে করোনা আতঙ্ক, সেইসঙ্গে ভূমিকম্পের জেরে মানুষের মনে ভয়ের সঞ্চার হয়। যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। জানা গেছে, কম্পনের উৎস ছিল পাকিস্তানের রাজনাপুর। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৫। রবিবার বিকেল ৫টা ৪৫ নাগাদ কেঁপে ওঠে দিল্লি ও তার সংলগ্ন এলাকা। গাজিয়াবাদ, নয়ডা, ফরিদাবাদ, গুরুগ্রামে এই কম্পন অনুভূত হয়।

কম্পনের পরই দিল্লিবাসীর সুরক্ষা কামনা করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল। তিনি টুইট করেন, দিল্লিতে ভূমিকম্প হল। আশাকরি সবাই নিরাপদেই রয়েছেন। সবার সুরক্ষা কামনা করছি। পিটিআইকে লাজপত নগরের বাসিন্দা আরেফা সুলাতানা জানান, টিভি দেখছিলাম। হঠাৎ সবকিছু কাঁপতে শুরু করল। দৌড়ে বাইরে বেরিয়ে এলাম। অনেকেই বাইরে বেরিয়ে এসেছিল। অনেকক্ষণ পরে আবার ঘরে ফিরলাম। পাশাপাশি অনেক বাসিন্দাই কম্পন অনুভব করেছেন বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন