সংক্রমণের নিরিখে আমেরিকা শীর্ষেই ছিল। ৫ লক্ষের বেশি আক্রান্ত। তারপরেই দেখা গেল সংক্রমণ যেখানে বেশি, সেই স্পেনের তুলনায় আক্রান্ত বেড়েছে তিন গুণেরও বেশি। এ বার করোনা মৃত্যুতেও তালিকার শিখরে উঠে এল আমেরিকা।
জনস হপকিন্স ইউনিভার্সিটির করোনা ট্র্যাকার জানাচ্ছে, আমেরিকায় মৃত্যু বেড়ে হয়েছে ১৯ হাজার ৬৬৬। গত ২৪ ঘণ্টায় আরও ৯১৯ জনের মৃত্যু হয়েছে। গোটা মার্কিন মুলুকে আক্রান্ত বেড়ে হয়েছে ৫ লক্ষ ৬ হাজার ৮। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ১৩২ জনের সংক্রমণ ধরা পড়েছে। গত কয়েক দিন ধরেই আমেরিকায় রোজ গড়ে ২ হাজারের কাছাকাছি মানুষ করোনায় মারা যাচ্ছেন।
Ranging from warehouse staff to delivery drivers, Amazon plans to hire 75,000 more people as the coronavirus epidemic keeps Americans locked in their homes and demand for online orders surges https://t.co/oqtua4fwVP pic.twitter.com/g4eIMB8RT6
— Reuters Business (@ReutersBiz) April 13, 2020
শনিবার সকালেই মৃতের এই সংখ্যাটা ২০৩২ হয়। করোনার তাণ্ডব শুরু হওয়ার পর, এটা আমেরিকায় রেকর্ড মৃত্যু।করোনা মৃত্যুতে দ্বিতীয় দেশ ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯ হাজার ৪৬৮। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৬১৯ জন। গত কয়েক দিনের নিরিখে মৃত্যু আবার বেড়েছে। এদিকে, ব্রিটেনেও মৃতের সংখ্যা ১০ হাজার ছুঁতে চলেছে। গত একদিনে মারা গিয়েছেন ৯১৭ জন।
এদিকে, গোটা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা শনিবার বেড়ে হয়েছে ১৭ লক্ষ ৩২ হাজার ৩৫৩। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৬ হাজার ৩৪৯ জনের। সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৯২ হাজার ৭৬৯ জন।